Wellcome to National Portal
Main Comtent Skiped

প্রকল্প

বিআরডিবি’র আওতাধীন বিভিন্ন প্রকল্প সমূহ 

আবর্তক কৃষি ঋণ কার্যক্রম :

দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে সরকারের পল্লী অঞ্চলের বিতরনের জন্য ঘুর্ণয়মান পল্লী উন্নয়ন ঋণ তহবিলের অর্থে ২০০৩-২০০৪ অর্থ বছর থেকে আবর্তক (কৃষি) ঋণ কর্মসূচী বাস্তবায়িত হচ্ছে।

অগ্রগতি : জুলাই/২০১৩

 

 

সমন্বিত দারিদ্র্য বিমোচন কর্মসূচি (সদাবিক) :

সরকারের রাজস্ব বাজেটের অর্থায়নে বিআরডিবি ২০০৩-২০০৪ অর্থ বছরে থেকে বাস্তবায়নাধীন একাধিক কর্মসূচী একীভূতরুপে “সমন্বিত দারিদ্র্য বিমোচন কর্মসূচী (সদাবিক) শিরোনামে বাস্তবায়িত হচ্ছে।

কর্মসূচীর উদ্দেশ্য :

* আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে পল্লীর জনগোষ্ঠীকে আনুষ্ঠানিক দলে সংগঠিতকরণ;

* প্রশিক্ষণ প্রদান, ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয়ের মাধ্যমে পুঁজি গঠন।

* ঋণ সহায়তা প্রদানের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি ও টেকসই উন্নয়ন নিশ্চিত করা।

* পরিবেশ উন্নয়ন, সংরক্ষণ, সচেতনতা বৃদ্ধি, প্রশিক্ষনের মাধ্যমে মানব সম্পদ উন্নয়ন, নারীর ক্ষমতায়ন;

* পরিবারের আয় বৃদ্ধি ও জীবনযাত্রার মান মনোন্নয়ন।

 

পল্লী প্রগতি প্রকল্প :

# অর্থের উৎস : বাংলাদেশ সরকার

# প্রকল্পের মেয়াদ : জুলাই ২০০০ হতে জুন ২০০৮ পর্যন্ত।

প্রকল্পের উদ্দেশ্য :

* ব্যবহারযোগ্য প্রাকৃতিক সম্পদ ও মানব সম্পদে সমন্বিত ব্যবহারের মাধ্যমে গ্রাম অঞ্চলের সার্বিক উন্নয়ন;

* দারিদ্র্য জনগোষ্ঠীকে আয়বর্ধক কর্মকান্ডে প্রশিক্ষিত করার পাশাপাশি ক্ষুদ্র ও ক্ষুদ্র উদ্যোক্তা ঋণ প্রদান করে দারিদ্র বিমোচন ও শহরে অভিগমনের প্রবনতা হ্রাস করণ।

* সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে পল্লী অঞ্চলের কৃষি, স্বাস্থ্য ও পুষ্টি, শিক্ষা, পরিবার কল্যাণ, পানি ও পয়ঃনিষ্কাশন ইত্যাদিসহ সকল সেবার প্রত্যাশিত মান নিশ্চিতকরণ।

অগ্রগতি : জুলাই/২০১৩

 

উৎপাদনমুখী কর্মসংস্থান কর্মসূচী (পিইপি) :

 

# অর্থের উৎস : সুইডিস সিড ও বাংলাদেশ সরকার

# প্রকল্পের মেয়াদ : জুলাই ১৯৮৬ হতে জুন ২০১৩ পর্যন্ত।

 

প্রকল্পের উদ্দেশ্য :

*গ্রামীন দরিদ্র জনগোষ্ঠীকে সংঘবদ্ধ করে পেশা ভিত্তিক প্রশিক্ষণ শেষে কর্মসংস্থান সৃষ্টি ও ঋণ সুবিধা প্রদান।

* নিয়মিত সঞ্চয় জমার মাধ্যমে পুঁজি গঠন করে সদস্যদের আত্মনির্ভরশীল হতে সহায়তা করণ।

* গ্রামীণ অভিগোষ্ঠীর প্রশিক্ষণ ব্যবস্থা।

অগ্রগতি : জুলাই/২০১৩

 

অস্বচ্ছল মুক্তিযোদ্ধা ও তাঁদের পোষ্যদের প্রশিক্ষণ ও আত্মকর্মসংস্থান কর্মসূচি :

অস্বচ্ছল মুক্তিযোদ্ধা ও তাঁদের পোষ্যদের আর্থিকভাবে স্বনির্ভর ও স্বচ্ছল করার লক্ষ্যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সহায়তায় ২০০৩-২০০৪ অর্থ বছর হতে বিআরডিবি’র মাধ্যমে ঋণ কার্যক্রম পরিচালিত হচ্ছে এবং এ বিষয়ে বিআরডিবি ও বাংলাদেশ জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের মধ্য চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

# অর্থের উৎস : বাংলাদেশ সরকার

অগ্রগতি : জুলাই/২০১৩

 

দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে অপ্রধান শস্য উৎপাদন, সংরক্ষণ প্রক্রিয়াকরণ ও বাজারজাতকরণ কর্মসুচি (২য় পর্যায়) :

 

# অর্থের উৎস : সুইডিস সিড ও বাংলাদেশ সরকার

# প্রকল্পের মেয়াদ : জুলাই ২০১১ হতে জুন ২০১৪ পর্যন্ত।

প্রকল্পের উদ্দেশ্য :

* ক্ষুদ্র, প্রান্তিক ও বর্গাচাষী কৃষকদের সংগঠনভূক্ত করে অপ্রধান শস্য উৎপাদন, সংরক্ষণ প্রক্রিয়াকরণ ও বাজারজাতকরণ উদ্বুদ্ধকরণ।

* আর্থ-সামাজিক উন্নয়ন এবং পুষ্টিমান বৃদ্ধির ক্ষেত্রে অপ্রধান শস্যের গুরুত্ব ও অর্থনৈতিক মূল্য সম্পর্কে সমাজের সকল পর্যায়ের জনগনকে সচেতন করণ;

* অপ্রধান শস্য উৎপাদন, সংরক্ষণ, প্রক্রিয়াকরণ কাজে যুক্ত সকলকে সচেতনতা ও দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ প্রদান ও মানব সম্পদ উন্নয়ন

* উপকারভোগী সদস্যদের ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয়ে পুঁজি গঠন ও আত্মনির্ভরশীলতা অর্জনে সহায়তাকরণ।

অগ্রগতি : জুলাই/২০১৩

একটি বাড়ী একটি খামার প্রকল্প :

       গ্রামীণ জনপদের দারিদ্র্য জনগোষ্ঠীর মানব ও অর্থনৈতিক সম্পদের সর্বত্তম ব্যবহারের মাধ্যমে টেকসই অর্থনৈতিক উন্নয়ন ও দারদ্র্য বিমোচনের হাতিয়ার হিসেবেিএই প্রকল্পটি সারা দেশের প্রতিটি উপজেলায় বাস্তবায়িত হচ্ছে প্রকল্পটির প্রথম পর্যায়ে প্রতিটি উপজেলা থেকে ০৪(চার) টি করে ইউনিয়ন অন্তর্ভূক্ত করা হয় এবং দ্বিতীয় পর্যায়ে প্রতিটি উপজেলার সবগুলো ইউনিয়ন এই প্রকল্পে অন্তর্ভূক্ত করার জন্য কার্যক্রম শুরু হয়েছে। উপজেলা প্রশাসনের সহযোগিতায় লিড এজেন্সি হিসেবে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) অত্র উপজেলায় প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে।

কর্মসূচীর মেয়াদ : জুলাই ২০০৯ হতে জুন ২০১৩ খ্রিঃ (১ম পর্যায়)

                     জুলাই ২০১৩ হতে জুন ২০১৬ খ্রি: (২য় পর্যায়)

                     উল্লেখ্য, বর্তমানে প্রকল্পটিকে সরকার ও সদস্যদের মালিকানায় পল্লী সঞ্চয় ব্যাংক রূপান্তরের সিদ্ধান্তটি প্রক্রিয়াধীন

                     আছে।

উর্থের উৎস্য : বাংলাদেশ সরকার (GOB).

অভিষ্ঠ জনগোষ্ঠী : গ্রামীণ জনপদের দারিদ্র জনগোষ্ঠী এই প্রকল্পের মূল ও প্রাথমিক উপকারভোগী। গ্রাম সমিতির মোট সদস্য সংখ্যা ৬0 জন অবশ্যই অনুরূপ দরিদ্র পরিবার প্রধান যার ন্যূনতম ৪০ জন মহিলা সদস্য হবেন।

উৎসাহ সঞ্চয় : উপকারভোগী সপ্তাহে ৫০/- টাকা হিসেবে মাসে ২০০/- টাকা বা তার বেশি সঞ্চয় জমা করবেন। প্রকল্প থেকে সঞ্চয়ের সমপরিমান অর্থ (সর্বোচ্চ মাসিক ২০০/-) হারে তিনি উৎসাহ সঞ্চয় পাবেন।

# কেউ মাসে ২০০/- টাকার কম সঞ্চয় করলে তিনি যত টাকা জমা করবেন, উৎসাহ সঞ্চয় হিসেবে সমপরিমান টাকা পাবেন। অন্যদিকে ২০০/- টাকার বেশি জমা হলেও উৎস সঞ্চয় মাসিক ২০০/- টাকার বেশি প্রদান করা হবে না।